সংবাদদাতা, মালদহ : মালদহের সুজাপুরের বালুটোলা গ্রামে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হন তৃণমূল কংগ্রেস নেতা শেখ মোস্তাফা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার নিহত নেতার বাড়িতে যান রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে সঙ্গে নিয়ে তিনি দেখা করেন মৃত তৃণমূল কংগ্রেস নেতার পরিবারের সঙ্গে। তিনি কথা বলেন মৃতের স্ত্রী ও আত্মীয়-স্বজনদের সঙ্গে।
আরও পড়ুন-চক্রান্ত ব্যর্থ করে জয় নিশ্চিত তৃণমূলের
মৌসম নূরকে দেখে কান্নায় ভেঙে পড়েন তৃণমূল নেতার স্ত্রী। ঘটনার বিস্তারিত বিবরণ সাংসদের সামনে তুলে ধরেন তিনি। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হন মৃতের স্ত্রী। সাংসদ মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। সাংসদের সঙ্গে ছিলেন কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি হাফিজউদ্দিন আহমেদ, সাইদুর রহমান, প্রসেনজিৎ দাস প্রমুখ। এ বিষয়ে সাংসদ মৌসম নূর জানান, কংগ্রেস-আশ্রিত দুষ্কৃতীরা শেখ মোস্তফাকে খুন করেছে। এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে কংগ্রেস। মানুষ তার জবাব দেবে।