প্যারিস, ২২ জুন : পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। পিএসজিতে মোটেই সময় ভাল যায়নি আর্জেন্টিনা অধিনায়কের। পিএসজির মহাতারকা কিলিয়ান এমবাপে যা নিয়ে বলেছেন, ফ্রান্সে মেসির আরও সম্মান পাওয়া উচিত ছিল।
মেসি পিএসজি ছেড়ে দেওয়ার পর এখন শোনা যাচ্ছে তিনি বিদায়বেলায় এমবাপেকে মহামূল্য পরামর্শ দিয়ে এসেছেন। বলেছেন তাঁর কোনও ‘উইনিং প্রোজেক্ট’-এই নাম লেখানো উচিত। অর্থাৎ এমবাপের এমন ক্লাবে খেলা উচিত যারা টুর্নামেন্ট জিততে পারে। এই জেতা বলতে মেসি সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কথা বলেছেন।
আরও পড়ুন-বিরোধীদের প্রার্থী নেই, অনায়াস জয় তৃণমূলের
সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসির এখন ৩৫ চলছে। এমবাপের বয়স ২৪। অর্থাৎ তাঁর সামনে এখন অনন্ত ভবিষ্যৎ পড়ে আছে। ফরাসি মিডিয়ার খবর, যা ভেবেই মেসি সম্ভবত এমবাপেকে বলেছেন, তোমার বার্সেলোনায় খেলা উচিত। কিন্তু তুমি যদি রিয়াল মাদ্রিদে যেতে চাও, সেটাও পার। তোমার একটা সত্যিকারের প্রোজেক্ট প্রাপ্য। জেতার প্রোজেক্ট।
কানাডা ও মেক্সিকোর সঙ্গে ২০২৬-এর বিশ্বকাপের আয়োজন করছে আমেরিকা। সেই আবহে মেসির পিএসজি ছেড়ে আমেরিকার ইন্টার মিয়ামিতে যোগদান যথেষ্ট ইঙ্গিতবাহী। তার আগে মেসি এমবাপে ও নেইমারকে নিয়ে ফরাসি ফুটবলের সব খেতাব জিতেছেন। কিন্ত পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হওয়ায় সমর্থকরা মেসির উপর ক্ষুব্ধ হয়েছেন।
আরও পড়ুন-হেলথ সেন্টার গড়ল পুরসভা
এরপরই মেসি পিএসজির সঙ্গে চুক্তি আর বাড়াতে চাননি। শোনা যাচ্ছিল তিনি বার্সেলোনায় ফিরতে পারেন। কিন্ত যেখান থেকে তাঁকে অসম্মানজনকভাবে বিদায় নিতে হয়েছিল, সেখানেও আর ফেরেননি জাদুকর ফুটবলার। তাছাড়া বার্সেলোনা এখন আর্থিক সংকটে রয়েছে। এরমধ্যে এমবাপে পিএসজিকে চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি এখনই চুক্তি বাড়াতে রাজি নন। যে চুক্তির স্থায়িত্ব ২০২৪ পর্যন্ত। ফলে গুঞ্জন বাড়ছে।
আরও পড়ুন-নন্দীগ্রামে ফের বিজেপিতে ভাঙন
পিএসজি ২০২৪-এর পর এমবাপেকে বিক্রি করতে চাইবে নাকি রেখে দিতে চাইবে, সেটা এখন বড় প্রশ্ন। শোনা যাচ্ছে পিএসজি এমবাপেকে রিয়ালের হাতে তুলে দিতে ২০০ মিলিয়ন দাবি করেছে। মেসিও বার্সেলোনা আর রিয়ালের কথাই বলেছেন!