কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (West Bengal- Lightning) আগামী ৪৮ ঘণ্টায় ঘন ঘন বজ্রপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার ও শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে ঘন ঘন বাজ পড়বে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সতর্কতা জারি হয়েছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণে, বাজও বেশি পড়বে। কীভাবে সতর্ক থাকতে হবে তার গাইডলাইন দিল হাওয়া অফিস। এবারের বর্ষায় বজ্রপাতের (West Bengal- Lightning) পরিমাণ নিয়ে চিন্তিত আবহবিদরাও। রেকর্ড বলছে, বৃষ্টির পরিমাণ কমেছে বেড়েছে বজ্রপাতের পরিমাণ। উত্তরের বৃষ্টির মধ্যে দিয়েই দক্ষিণে বর্ষা সূচনা হবে বলে জানিয়েছিল হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। বর্ষা প্রবেশের পর ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার থেকে ক্রমশ নিচের দিকে নামবে বৃষ্টির প্রভাব।