সংবাদদাতা, রায়গঞ্জ : পঞ্চায়েত নির্বাচনে মানুষের কাছে পৌঁছে উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বুথে বুথে চলছে জোরদার প্রচার। শুক্রবার হেমতাবাদ বিধানসভার প্রত্যেক বুথে ভোট প্রচার করলেন হেমতাবাদ বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন। রায়গঞ্জ ব্লক ২-এর ৪ নং বিন্দোল অঞ্চলের আগা বহর, অন্তরা, ৫ নং শেরপুর অঞ্চলের সুবর্ণপুর এলাকায় জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের জন্য প্রচার করেন।
আরও পড়ুন-অম্বুবাচীতে ব্যাঘ্রচণ্ডীর পুজোয় মিলে যায় হিন্দু-মুসলিম
ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চৈতালী ঘোষ সাহা-সহ অন্যান্য নেতৃত্ব। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বিভিন্ন এলাকায় প্রচার করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। চাকুলিয়ার ১০ নম্বর জেলা পরিষদের প্রার্থী নুরবাহা নুরি বেলন গ্রাম পঞ্চায়েতের চাপড়, কাশীবাড়ি-সহ বিভিন্ন এলাকায় পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত প্রার্থীদের নিয়ে প্রচারে সামিল হয়েছে। প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা প্রভুকুমার দাস বলেন, ঝড়-বৃষ্টির মাঝেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার চলছে। উন্নয়নের নিরিখে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের হয়ে প্রচার চলছে। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী তিনি।