সংবাদদাতা, হাওড়া : সোম ও মঙ্গলবারের পরিবর্তে শনি ও রবিবার হাওড়ায় মঙ্গলাহাট বসলে বস্ত্র ব্যবসায়ীদের কোনও আপত্তি নেই। শুক্রবার একথা মঙ্গলাহাটের ব্যবসায়ীরা হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তীকে লিখিতভাবে জানিয়ে দিলেন। ‘পশ্চিমবঙ্গ বস্ত্রশিল্প ব্যবসায়ী সমিতি’র পক্ষ থেকে একটি প্রতিনিধি দল হাওড়া কর্পোরেশনে গিয়ে এই ব্যাপারে তাঁদের বক্তব্য জানিয়ে আসেন।
আরও পড়ুন-মালদহের কনিষ্ঠ প্রার্থী এবার মঙ্গলী
সংগঠনের সভাপতি কামাখ্যা সাহা জানান, ‘‘উন্নয়নের স্বার্থে প্রশাসনের প্রস্তাব আমরা মেনে নিচ্ছি। একথা আমরা এদিন হাওড়া কর্পোরেশন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে দিয়েছি। সেইসঙ্গে সোম ও মঙ্গলবারের পরিবর্তে শনি ও রবিবার মঙ্গলাহাট বসানোর প্রশাসনিক প্রস্তাব দ্রুত কার্যকর করার জন্যেও আমরা অনুরোধ করেছি। এমনিতেই যে জায়গায় মঙ্গলাহাট বসে সেখানে একাধিক সরকারি অফিস, আদালত, হাসপাতাল, স্কুল ও কলেজ রয়েছে। মঙ্গলাহাটে দু’দিনই লক্ষাধিক মানুষের আনাগোনা হয়। এরওপর হাওড়া ময়দান থেকে মেট্রো চালু হলে লোকের আসা-যাওয়া আরও বেড়ে যাবে। এই অবস্থায় সপ্তাহে কাজ শুরুর প্রথম দিন সোম ও মঙ্গলবার হাট বসলে মানুষের দুর্ভোগ অনেক বেড়ে যাবে। তাই সরকারি ছুটির দিন শনি ও রবিবার হাট বসলে মানুষের দুর্ভোগ কিছুটা কমবে বলে প্রশাসনিক প্রস্তাব যুক্তিসঙ্গত। তাই এটি দ্রুত কার্যকর করার জন্যেও আমরা হাওড়া কর্পোরেশন কর্তৃপক্ষকে অনুরোধ করেছি।’’
আরও পড়ুন-উন্নয়নের স্লোগানে প্রচার
উল্লেখ্য, মঙ্গলহাটের দিন পরিবর্তন করে শনি ও রবিবার করতে চেয়ে সেখানকার ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে প্রস্তাব দিয়েছিলেন হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। ব্যবসায়ী সংগঠনের তরফে সেই প্রস্তাব মেনে নেওয়ায় বিষয়টি দ্রুত কার্যকর করতে উদ্যোগী হয়েছে হাওড়া কর্পোরেশন। হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘‘জেলা ও প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে মঙ্গলাহাটের দিন পরিবর্তন করে শনি ও রবিবার করার বিষয়টি দ্রুত কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’’