যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের (Sayoni Ghosh) নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করেন এক বিজেপি প্রার্থী। সেই অভিযোগের ফলেই পূর্ব বর্ধমানের গলসিতে গ্রেফতার হলেন বিজেপির পঞ্চায়েত প্রার্থী (BJP Candidate Arrested)। ধৃত বিজেপি প্রার্থীর নাম সঞ্জয় হালদার। তিনি থাকেন গলসির আদ্রাহাটি এলাকায়। এবারের পঞ্চায়েত ভোটে আদ্রাহাটি থেকে বিজেপির হয়ে লড়ছেন তিনি। গত বৃহস্পতিবার গলসি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (২) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
আরও পড়ুন-রিমঝিমের খাতা ছাপা হবে ফিজিক্স বইতে
গতকাল ওই বিজেপি প্রার্থীকে আদালতে পেশ করা হয়েছিল। বর্ধমান আদালতে গতকাল শুনানি পর্বে বিজেপি প্রার্থীর আইনজীবীর দাবি করেন, তাঁর মক্কেলকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং জামিনের জন্য আবেদন করা হয়। সরকার পক্ষের আইনজীবী সেই জামিনের আবেদনের বিরোধিতা করেন। বিচারক ওই বিজেপি প্রার্থীকে ২৭ তারিখ পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন-মঙ্গলাহাটের দিন বদল, আপত্তি নেই ব্যবসায়ীদের
বিজেপি প্রার্থীর গ্রেফতারির ঘটনায় জেলার রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। পঞ্চায়েত ভোটের মুখে এমন গ্রেফতারির ঘটনায় উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি।