সম্প্রতি রাজ্যের শিক্ষা দফতরকে অন্ধকারে রেখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১১ জন উপাচার্যকে অস্থায়ী ভাবে নিয়োগ করেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor- Vice Chancellors)। এরপরই সেই উপাচার্যদের বেতন বা ভাতা দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে শিক্ষা দফতর। এই সংক্রান্ত নোটিফিকেশনও এর মধ্যে জারি করেছে উচ্চশিক্ষা দফতর। যা নিয়ে তৈরি হয়েছে আরও জটিলতা। এরই মধ্যে ফের সামনে এল আচার্য ও উপাচার্যদের (Governor- Vice Chancellors) বৈঠকের কথা। সূত্রের খবর, নিয়োগ করা ওই ১১ জন উপাচার্যকে তলব করেছেন রাজ্যপাল। তাঁদের নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তিনি বৈঠক বসতে চলেছেন।
আরও পড়ুন: রাজ্যে মাঝ সমুদ্রে নৌকা-ট্রলারডুবির ঘটনা রুখতে কার্যকর হবে ISRO-র ‘টু ওয়ে কমিউনিকেশন’