সংবাদদাতা, শিলিগুড়ি : লোকসভা নির্বাচনকে পাখির চোখ করলেও পঞ্চায়েত নির্বাচনে ছন্নছাড়া বিজেপি (BGPM- BJP)। পাহাড়ের আঞ্চলিক দলের উপরে নির্ভর করেও সব আসনে প্রার্থী দিতে পারেনি পদ্ম শিবির। সেখানে ৬০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন অনিতের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীরা। পাহাড়ে বিজেপির সাংগঠনিক শক্তি শূন্য। পুরোপুরিভাবে জোটসঙ্গী দলগুলির উপরে নির্ভর করতে হচ্ছে। কিন্তু বিজেপির জোটসঙ্গী পাহাড়ের আঞ্চলিক দল গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি সহ বিভিন্ন দলের নেতৃত্ব নিজেদের প্রার্থীদের প্রচার নিয়ে ব্যস্ত। বিজিপিএমের (BGPM- BJP) অনিত থাপা একাই দার্জিলিং থেকে কালিম্পং দুই জেলায় দাপিয়ে প্রচার চালাচ্ছেন। আগে থেকেই ৬০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে প্রচারে অনিত বাড়তি অক্সিজেন পেয়েছেন। ৬০ আসনের মধ্যে দার্জিলিঙে পঞ্চায়েত আসনে ৪০টি পঞ্চায়েত সমিতির ৯ আসনে ও কালীগঞ্জ জেলায় পঞ্চায়েত আসনে ১০ ও পঞ্চায়েত সমিতির এক আসনে জয়ী হয়েছে। এই বিষয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা বলেন, আমরা ৬০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়েছি। পাহাড়ের মানুষ চায় শান্তি ও উন্নয়ন। তাই বিজেপিকে পাহাড়ের মানুষের বিশ্বাস করছে না। জিটিএর মতো পঞ্চায়েতেও আমরা জয়ী হব।
আরও পড়ুন- বিরোধীরা আদালতেই থাকুন মানুষ থাকবে মুখ্যমন্ত্রীর সঙ্গে