অম্বুবাচী মেলা (Ambubachi fair), বছরের অন্যতম পবিত্র হিন্দু উৎসব (Hindu festival)। এই বছর আসামের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে ২২ থেকে ২৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। আজ দুপুর ২ টো ৫৬ মিনিটে অম্বুবাচী নিবৃত্তি হয়েছে। শুক্রবার রাত ২ টো ৩০ মিনিট থেকে শুরু হয়েছে অম্বুবাচী মেলা। সেদিন থেকেই বন্ধ হয়েছে কামাখ্যা মন্দিরের দরজা। এই কয়েকদিন মন্দিরে দেশ-বিদেশের পর্যটকদের ভিড় দেখা গিয়েছে। এছাড়া রয়েছে সাধারণ মানুষ ও সন্ন্যাসীরা।.
আরও পড়ুন-তৃণমূল ১১ বছরে যা করেছে পৃথিবীতে কেউ করেনি, চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন মুখ্যমন্ত্রী
প্রতি বছর অম্বুবাচী মেলা বেশ আড়ম্বর সহযোগে আয়োজিত হয়। দূর-দূরান্ত থেকে ভক্ত, সাধু ও তান্ত্রিকরা এই সময় উৎসবে যোগ দেয়। এই অম্বুবাচীর সময়টা তন্ত্র সিদ্ধির জন্য তাৎপর্যপূর্ণ। অম্বুবাচীর সময় মা কামাখ্যার গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে যায়। তিনের পর ঋতুস্রাব এর পর মাকে বিশেষ ভাবে পুজো করা হয়। চতুর্থ দিন দর্শনের জন্য মা কামাখ্যার মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। বলা হয় এদিনের পুজোয় সকল মনস্কামনা পূর্ণ হয়।