সংবাদদাতা, হুগলি : খোশমেজাজে কর্মী-সমর্থকদের সঙ্গে গান গেয়ে পঞ্চায়েত ভোটে প্রচার করলেন। ফলাফল ঘোষণার পর বিজয়-উৎসবের কথাও বললেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। পুজো দিলেন স্থানীয় মন্দিরে। হুগলি জেলার সিঙ্গুরের রতনপুরে পঞ্চায়েত ভোটের প্রচারে কর্মী-সমর্থকদের সঙ্গে ভোটের আলোচনা সারলেন ইন্দ্রনীল। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন হরিপালের বিধায়ক করবী মান্না। এদিন ভোটপ্রচারে জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী হয়ে খোশমেজাজে ভোটের আলোচনা সারেন মন্ত্রী।
আরও পড়ুন-নিশীথের বাড়িতে কারা? তদন্ত করুক পুলিশ
দলের কর্মী-সমর্থকদের সঙ্গে গানের সুরে মেতে ওঠেন। বলেন, এই পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থীদের সব জায়গায় জেতাতে হবে। ভোট শুধু তৃণমূল প্রার্থীদের জেতানোর ভোট নয়, তৃণমূলকে জিতিয়ে আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত জায়গায় উন্নয়নমূলক প্রকল্প এনেছেন। সেগুলো প্রত্যেক মানুষের জানা। বিরোধীরা শুধু বাংলাকে বদনাম করার কাজ করে যাচ্ছে। তারা মানুষের পাশে থাকে না। তাদের কাজ শুধু কুৎসা করা।
আরও পড়ুন-বিরোধীরা ব্যস্ত কুৎসা-অপপ্রচারে, তৃণমূল মানুষের পাশে
মন্ত্রী বলেন, সিঙ্গুর আর হরিপালের জন্য প্রচুর কাজ করেছেন সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবী মান্না। তাই সব জায়গায় তৃণমূলের ভোটে জেতা শুধু সময়ের অপেক্ষা। যেভাবে সব জায়গায় উন্নয়ন হয়েছে তাই দেখেই মানুষ তৃণমূলকে ভোট দেবে। এখন থেকেই সবাই মিলে আলোচনা শুরু করে দেওয়া উচিত, ১১ তারিখ পঞ্চায়েত ভোটের ফল বেরোনোর পর কীভাবে বিজয়োৎসব করা হবে।