সংবাদদাতা, কাটোয়া : কন্যাসন্তান রক্ষার পাশাপাশি নারী নির্যাতন বন্ধে বাংলা-সহ ১৯টি রাজ্যে সচেতনতার প্রচার করে ৪৮ দিনের মাথায় বাড়িতে ফিরলেন শিক্ষিকা সুতপা দাস ও তপতী দেবনাথ ভৌমিক। এই কাজে নিজেরাই চারচাকার গাড়ি চালিয়ে ১৩ হাজার ২৩০ কিলোমিটার সড়কপথ পাড়ি দিয়েছেন। এর আগে এ নিয়ে সোচ্চার হয়ে দেশের বিভিন্ন প্রান্তে, অর্থাৎ ১৭ রাজ্যে একাই গাড়ি চালিয়ে ৯,৫৬৩ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন কালনার বাঘনাপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪০ বছর বয়সি শরীরশিক্ষার শিক্ষিকা সুতপা দাস।
আরও পড়ুন-বাম প্রার্থীর হয়ে দেওয়াল লিখছে রাম দলের কর্মীরা, রামধনু জোট আবার প্রকাশ্যে
তবে এবার আর তিনি একা নন। দুই সহকর্মী তপতী দেবনাথ ভৌমিক ও ঝর্না মালাকারকে সঙ্গী করে ৭ মে নিজের গাড়ি নিয়ে আরও একবার পাড়ি দেন পূর্বস্থলী ১ ব্লকের রাজাপুরের বাসিন্দা সুতপা। বার্তা, ‘সেভ গার্ল চাইল্ড, সেভ দ্য ফিউচার মাদারস, সেভ দ্য ফিউচার জেনারেশন অ্যান্ড সেভ দ্য আর্থ, অর্থাৎ আরও উন্নত দেশ গড়ার লক্ষ্যে কন্যাসন্তানদের বাঁচানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম ও পৃথিবীকে বাঁচানোর আর্জি নিয়ে দেশের তেরঙ্গা পতাকা উড়িয়ে এমনই এক বার্তা নিয়ে পূর্বস্থলী ১ ব্লক থেকে রওনা হন তাঁরা। ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচলপ্রদেশ, লাদাখ, জম্মু-কাশ্মীর ইত্যাদি ১৯ রাজ্যে সচেতনতার প্রচার চালান। যদিও মাঝপথে বিশেষ অসুবিধার কারণে চণ্ডীগড় থেকে কলকাতায় ফিরতে হয় ঝর্নাকে।