ভারী বৃষ্টির ফলে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলিতে জাতীয় সড়কে (national highway) ধস নামল। চামোলি জেলার ছিনকায় সাত নম্বর জাতীয় সড়কের একাংশ এখনো ঢেকে রয়েছে ভগ্নাবশেষে। সেখান দিয়ে যেতে হয় বদ্রীনাথ। এর ফলে আটকে বহু পর্যটক।
আরও পড়ুন-প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক চন্দন বন্দ্যোপাধ্যায়
কেদারনাথ এবং বদ্রীনাথে এই সময় অনেক মানুষ বেড়াতে যান। দীপাবলি পর্যন্ত মন্দির খোলা থাকে। এই অবস্থায় হঠাৎ রাস্তায় ধস নামায় বিপাকে বহু পর্যটক। তিন দিন আগে হিমাচলে একই অবস্থার সম্মুখীন হয়েছিল বহু পর্যটক। মাণ্ডি থেকে কুলু যাওয়ার জাতীয় সড়কে ধস নামে। আটকে পড়েন প্রায় ২০০ জন। বেশিরভাগই পর্যটক। হিমাচল প্রদেশে মৃত্যু হয়েছে ১৯ জনের। আহত ৩৪ জন। তিন জনের কোনও খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুন-ইদ-উল-আযহা-র শুভেচ্ছাবার্তা অভিষেকের
বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকা। বেশ কয়েকটি জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হয়েছে দিল্লিতেও। দেশের ৮০ শতাংশ এলাকায় পৌঁছে গিয়েছে বর্ষা। কিন্তু এই বছর বর্ষা প্রবেশের ধরন ছিল অনেকটাই আলাদা। এ বছর একই দিনে দিল্লি এবং মুম্বইতে বর্ষা প্রবেশ করেছে।