অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: বিজয় দশমীর দিন রায়গঞ্জের নদী ঘায়াতগুলিতে দুপুর থেকেই একের পর এক প্রতিমা বিসর্জন করেন পুজো উদ্যোক্তারা। তাঁদের সবরকমের সাহায্য করতে এগিয়ে এসেছিল রায়গঞ্জ পুরসভা। সকাল থেকেই ঘাটগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছিল পুরসভার পক্ষ থেকে। নদীপারের রেলিং নতুন করে রঙ করার পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয় পুরসভার পক্ষ থেকে।
আরও পড়ুন-সিঁদুরখেলার মধ্যে দিয়ে এই বছরের মত শেষ হল সাউথ মাদ্রাজ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গোৎসব
রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে পুজো কমিটিগুলিকে সাহায্যের জন্য নিয়োগ করা হয় ঘাট-সহায়কদের। বিপর্যয় মোকাবিলায় রাখা হয় সিভিল ডিফেন্সের কর্মীদেরও। বিসর্জনকে নির্বিঘ্ন রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল ঘাটগুলিতে। কোনও পুজো উদ্যোক্তাই প্রতিমা বিসর্জন নিয়ে কোনো সমস্যার অভিযোগ করেনি।