প্রতিবেদন: দু’মাস হয়ে গেল মণিপুর (Manipur Violence) জ্বলছে। দেড়শোর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ৬০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া। চলতি পরিস্থিতিতে মণিপুর নিয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে চিঠি দিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস। সেই চিঠির জবাবে সংসদীয় স্থায়ী কমিটি জানাল, ওইসব দিনগুলিতে পূর্বনির্ধারিত কিছু বিষয় আলোচনার জন্য বিরোধীদের দাবিমতো মণিপুরের সমস্যা নিয়ে বৈঠক সম্ভব নয়। জুলাই মাসেই এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করা হবে না বলে কমিটির চেয়ারম্যান জানিয়েছেন। এর আগে মণিপুরে শান্তি ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee) সে-রাজ্যে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বাংলার মুখ্যমন্ত্রীকে সেই অনুমতি দেয়নি। এ-মাসের ৬, ১৯ এবং ২৭ তারিখে স্বরাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হবে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন চিঠি দিয়ে চেয়ারম্যান ব্রিজলালকে জানিয়েছিলেন, উত্তর-পূর্বের এই রাজ্যের (Manipur Violence) বাস্তব পরিস্থিতি বোঝা এবং হিংসার মূল্যায়ন করার জন্য কমিটির একটি বৈঠক করা উচিত।
আরও পড়ুন- সবজির দামে ছ্যাঁকা, মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে বৈঠক মুখ্যসচিব-টাস্ক ফোর্সের সদস্যদের