সংবাদদাতা, হাওড়া : ‘বিজেপি মানুষকে ভাঁওতা দিচ্ছে। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করছে। এবারের পঞ্চায়েত ভোটে তার যোগ্য জবাব পেয়ে যাবে ওরা।’ শনিবার শ্যামপুরের ডিঙ্গাখোলা পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে এসে একথা বললেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb chattopadhyay)। এদিন ডিঙ্গাখোলার কুর্চিবেড়িয়া অঞ্চলে একটি জনসভা করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন ডিঙ্গাখোলা অঞ্চল তৃণমূলের সভাপতি কৃষ্ণেন্দু পুরকাইত সহ এলাকার দলীয় প্রার্থীরা। সেই সভায় শোভনদেব বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপির সবাই মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি ও ভাঁওতা দিয়ে চলেছে। কর্মসংস্থান থেকে শুরু করে যা-যা বলেছিল সবটাই মিথ্যে। কিছুই বাস্তবায়িত করেনি। উল্টে গ্যাসের দাম ১২০০ টাকা, কেরোসিনের দাম ১০৫ টাকা লিটার হয়ে গেছে। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দেশের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি করোনার সময় থেকে এখনও মানুষকে বিনামূল্যে চাল দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষুদ্র ও কুটিরশিল্প ক্ষেত্রে সর্বাধিক কর্মসংস্থান হয়েছে। কৃষি ও শিল্প দুটি ক্ষেত্রেই রাজ্যের অগ্রগতি হচ্ছে। গত ১২ বছরে রাজ্যে প্রচুর ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং কলেজ চালু হয়েছে। শিক্ষা ক্ষেত্রেও প্রভূত উন্নতি হয়েছে। শোভনদেব (Sovandeb chattopadhyay) বলেন, রাজ্যে ৭৪ হাজার কেন্দ্রে পঞ্চায়েত ভোট হয়েছে। তার মধ্যে ৫-৬টি জায়গায় গোলমাল হয়েছে। আর তাতেই গেল গেল রব তুলে অপপ্রচার চালানো হচ্ছে। রাজ্যের সাফল্য সহ্য করতে না পেরে কেন্দ্রের বিজেপি সরকার মানুষের ন্যায্য পাওনা আটকে রেখেছে। আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করে মানুষের ন্যায্য অধিকারের ওই টাকা আদায় করে আনবই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের দলের সর্বভারতীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে আন্দোলন হবে।
আরও পড়ুন- বিরোধীদের কুৎসার জবাব তৃণমূলের উন্নয়ন, ধনেখালিতে প্রচারে মন্ত্রী ইন্দ্রনীল