রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে (Baltimore)এক ব্লক পার্টিতে হঠাৎ গুলি চালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বন্দুকবাজের গুলিতে ইতিমধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। ২৮ জন এই বন্দুকবাজের গুলিতে আহত হয়েছেন।
আরও পড়ুন-প্রয়াত ‘গোলমাল’ খ্যাত অভিনেতা হরিশ মাগোন
আহত ২৮ জনের মধ্যে ৩ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাল্টিমোর পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার রিচার্ড ওয়ার্লি এই মর্মে জানান মোট ৩০ জন নিহত হয়েছেন। শহরের দক্ষিণাংশে ব্রুকলিন হোমসে ব্লকপার্টি চলাকালীন এই ঘটনা ঘটেছে। ব্লাক পার্টি যখন শেষ পর্যায়ে, রাত ১২.৩০ নাগাদ গুলি চলে। জুলাই মাসের চতুর্থ ছুটির দিন হিসাবে সেখানে পার্টি হচ্ছিল। হঠাৎ করেই এলোপাথারি গুলি চলে। ২ জনের মৃত্যু হয়েছে ঘটনায়। ২৮ জন আহত হতে থাকেন।
আরও পড়ুন-বিজেপির এজেন্ট রাজ্যপাল, প্রচারে স্পষ্টবাক্ অর্থমন্ত্রী
অন্যদিকে কানসাসে এক গুলি চালানোর ঘটনায় ৭ জন আহত হয়েছেন। ২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। একটি নাইটক্লাবে এই ঘটনা ঘটে।