লন্ডন, ২ জুলাই : সোমবার থেকে উইম্বলডনের (Wimbledon- Djokovic) মূলপর্ব শুরু হচ্ছে। পুরুষ সিঙ্গলসে এবারও হট ফেভারিট সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচ। সদ্য ফরাসি ওপেন জিতে ২৩ গ্র্যান্ড স্ল্যাম খেতাব দখল করেছেন। উইম্বলডনে ঘাসের কোর্টেও গতবারের চ্যাম্পিয়ন জকোভিচ। সোমবার আর্জেন্টিনার পেদ্রো কাচিনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে উইম্বলডনে অভিযান শুরু করছেন সার্বিয়ান তারকা। এটিপি র্যাঙ্কিংয়ে ৬৭ নম্বরে থাকা কাচিনের বিরুদ্ধে নোভাকের সহজ জয়ের প্রত্যাশায় তাঁর ভক্তরা। সার্বিয়ান তারকার সামনে জোড়া নজিরের হাতছানি। প্রথমত, এবারও অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে খেতাব জিততে পারলে রজার ফেডেরারের অষ্টমবার উইম্বলডন (Wimbledon- Djokovic) জয়ের রেকর্ড স্পর্শ করবেন জকোভিচ। পাশাপাশি, অস্ট্রেলীয় কিংবদন্তি মহিলা টেনিস তারকা মার্গারেট কোর্টের ২৪টি মেজর জয়ের যে সর্বকালীন রেকর্ড রয়েছে, তাও স্পর্শ করবেন নোভাক। শুধু তাই নয়, এবার উইম্বলডন খেতাব ধরে রাখতে পারলে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ওপেন জিতে ৬৪ বছর পর টেনিস বিশ্বে প্রথম খেলোয়াড় হিসেবে ক্যালেন্ডার স্ল্যাম জয়ের নতুন কীর্তি গড়বেন জকোভিচ। উইম্বলডনে নামার আগে সার্বিয়ান সুপারস্টারকে টেনিস ইতিহাসের সেরা খেলোয়াড় বলে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রুশ তারকা দানিল মেদভেদেভ। বলেছেন, ‘‘আমার মনে হয়, জকোভিচ ৭০টা মেজর খেলেছে এবং তার মধ্যে ৩৫ বারই ফাইনাল খেলেছে। ওর কোনও খারাপ দিন যায় না। আসলে ওর খারাপ দিনেও প্রতিপক্ষকে ঠিক হারিয়ে দেয়। সেই কারণেই টেনিস ইতিহাসে জকোভিচই সবার সেরা।’’
আরও পড়ুন- মাননীয় বোস, আপনার ইচ্ছা হলেই তদন্ত! আইন জানা আছে তো?