যশপুরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ফের অঘটন ছত্তিশগড়ে। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ রায়পুরে সিআরপিএফের বিশেষ ট্রেনে বিস্ফোরণে জখম হলেন ছয় জওয়ান। আহতরা হলেন রমেশ লাল, রবীন্দ্র কর, চবন বিকাশ লক্ষ্মণ, সুশীল, দীনেশ কুমার পেকরা। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন-তোলাবাজ মোদি সরকার : চিদম্বরম
খবর পেয়ে বিস্ফোরণস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ফরেনসিক দল। ট্রেনটিতে সেনাবাহিনীর জন্যই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। তাই বিস্ফোরণ পরিবহণের পদ্ধতি নিয়ে প্রশ্নের মুখে পড়েছে। সিআরপিএফয়ের ২১১ নম্বর ব্যাটালিয়নের তিন কোম্পানি জওয়ান ওড়িশার ঝাড়সুগদা থেকে জম্মু যাচ্ছিল। প্রাথমিক তদন্তে খবর, একটি কামরা থেকে আর একটি কামরায় বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় এক জওয়ানের হাত থেকে ‘ইগনাইটর সেট’ ও ‘এসডি কার্তুজ’-এর একটি বাক্স পড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ আটকে থাকার পর ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।