প্রতিবেদন : শারদ পাওয়ার না অজিত পাওয়ার (Sharad Pawar- Ajit Pawar) , এনসিপির প্রকৃত নেতা কে তা খতিয়ে দেখা হবে বলে জানালেন মহারাষ্ট্র বিধানসভার স্পিকার। দুই গোষ্ঠীর (Sharad Pawar- Ajit Pawar) কেউই এখনও পর্যন্ত তাঁকে দল ভেঙে যাওয়ার বিষয়টি জানায়নি বলে জানিয়েছেন স্পিকার রাহুল নরবেকার। রাজনৈতিক মহল মনে করছে, এই মুহূর্তে এনসিপিতে ক্ষমতা দখলের বিষয়ে অজিত ও শারদ পাওয়ারের মধ্যেই লড়াই চলছে। এদিন দলের নয়া কার্যালয় উদ্বোধনের আগে বিড়ম্বনায় পড়ে অজিত অনুগামীরা। তাঁরা দেখেন দলীয় অফিস তালাবন্ধ। এমনকী, অফিসের চাবিও মিলছে না। শারদ ঘনিষ্ঠ প্রফুল প্যাটেল বলেছেন, বিজেপি সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্ত কারও একার নয়, এটা দলের।
আরও পড়ুন: বাংলার টাকা আটকে রাম মন্দির বানাচ্ছে, বিমান কিনছে প্রধানমন্ত্রী! নিশানা অভিষেকের