জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। মঙ্গলবার, সন্ধেয় একটি সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee- Governor)। তাঁর কথায়, রাজ্যপালকে তিনি সম্মান করেন। কিন্তু এভাবে পঞ্চায়েত ভোটের আবহে প্রচার করতে পারেন না রাজ্যপাল। তিনি একটি সাংবিধানিক পদে রয়েছেন। আইনশৃঙ্খলা রাজভবনের এক্তিয়ারভুক্ত নয়।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই কোচবিহার থেকে ক্যানিং ঘুরে বেড়াচ্ছেন সিভি আনন্দ বোস (CV Ananda bose)। অশান্তির খবর শুনলে সেখানে পৌঁছে গিয়ে কথা বলছেন। কোচবিহার সার্কিট হাউসে তিনি BJP নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। আলাদাভাবে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। রাজভবনে খোলা হয়েছে পিস রুম। এই পুরো বিষয়টিতে তিনি যে চরম অসন্তুষ্ট, এদিন তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee- Governor)। তিনি জানান, এভাবে পঞ্চায়েত ভোটের মধ্যে ঘুরে বেড়াতে পারেন না রাজ্যপাল। রাজ্য সরকারের ব্যয় ভার কমাতে মুখ্যমন্ত্রী নিজেও বেসরকারি হেলিকপ্টার নিয়ে যাতায়াত করছেন। বেসরকারি হোটেলে খরচ দিয়ে থাকছেন। এদিকে সরকারি হেলিকপ্টারে রাজ্যপাল সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন। সরকারি সার্কিট হাউজে থাকছেন। আর্মি থেকে সিআইএফ সবাইকে ডেকে স্ট্রাটেজি তৈরি করছেন গভর্নর। এটা তিনি করতে পারেন না। তিনি রুপরেখা তৈরির কেউ নন।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর বগটুই মডেলে বাজিমাত, বিরোধীরা দুই আসনে প্রার্থী পেল না
উপাচার্য নিয়োগ নিয়েও রাজ্যপালের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “ওনার মনোনয়ন করা একজন উপাচার্য তিনি নাকি একজন স্থায়ী উপাচার্যের বিরুদ্ধে তদন্ত করবেন! আমি তিন মাস সময় নিয়েছি। তার মধ্যে থেকে কমিটি করে উপাচার্য নিয়োগ হবে। এগুলো এত সহজ নয়। এটা আইনবিরুদ্ধ।” এবারে চরম প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “উনি যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। যেটা ওনার করার নয় সেটা উনি করে যাচ্ছেন”। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “উনি পিস রুম খোলার কে?” রাজ্যে নির্বাচিত সরকার আছে। আইনশৃঙ্খলা তারাই দেখবে- স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর।