প্রতিবেদন : বাজারে শাক-সবজির অগ্নিমূল্যের প্রেক্ষিতে শাক-সবজির দাম নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে রাজ্য সরকারের (West Bengal Government) গঠিত টাস্ক ফোর্সের (Market- Task Force) প্রতিনিধিরা কলকাতার বিভিন্ন বাজারে অভিযান শুরু করেছেন। শিয়ালদহ (Sealdah) কোলে মার্কেটে (Market- Task Force) মঙ্গলবার সকালে রবীন্দ্রনাথ কোলের নেতৃত্বে এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকদের নিয়ে অভিযান চালান টাস্ক ফোর্সের সদস্যরা। টাস্ক ফোর্সের অভিযান চলাকালীন সময়ে ওই বাজারে শাক-সবজির দাম কিছুটা কমেছে বলে জানা গিয়েছে। অযথা দাম বাড়ানো হলে সবজি বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে টাস্ক ফোর্সের তরফ থেকে রবীন্দ্রনাথ কোলে সতর্ক করেছেন। উল্লেখ্য, বাজারে শাক-সবজির দাম হঠাৎ করে অগ্নিমূল্য হওয়ার প্রেক্ষিতে সবজির মূল্যের রাশ টানতে সম্প্রতি মুখ্যসচিবের নেতৃত্বে নবান্নে টাস্ক ফোর্সের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক হয়। বৈঠকের পরেই বাজারে বাজারে অভিযান চালানোর কাজ শুরু হয়। এদিন হাওড়ার কালীবাবুর বাজারে টাস্ক ফাের্স অভিযান চালায়। মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে।
আরও পড়ুন- ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বললেন, ভোটের প্রচার করতে পারেন না রাজ্যপাল