প্রতিবেদন : পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election- Calcutta High Court) এবারে প্রতিটি বুথেই থাকবে রাজ্যের বাহিনী। সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীও। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের (TS Sivagnanam) ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ, রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীর অনুপাত হবে ৫০:৫০। কেন্দ্রীয় বাহিনী থাকবে গণনা পর্যন্ত। এদিকে এদিনই হাইকোর্টে আবার ধাক্কা খেল বিরোধী শিবির। আইএসএফের ৮২ জন পঞ্চায়েত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ৮ জুলাইয়ের নির্বাচনে। স্পষ্ট নির্দেশ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চের নির্দেশের উপর মঙ্গলবার স্থগিতাদেশ জারি করল ডিভিশন বেঞ্চ। মামলার পরের শুনানি ১৫ দিন পরে। তখন যেহেতু শেষ হয়ে যাবে নির্বাচনপর্ব, তাই আদালতের (Panchayat Election- Calcutta High Court) নির্দেশে কার্যত নির্বাচনী লড়াই থেকে ছিটকে গেলেন এই ৮২ জন।
মঙ্গলবার বাহিনী সংক্রান্ত এক জনস্বার্থ মামলার শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলাকারী এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় মতামত। কমিশনের আর্জি ছিল, বাহিনী মোতায়েনের জন্য একটা সুনির্দিষ্ট গাইডলাইন স্থির করা হোক। শুনানি শেষে রাজ্য নির্বাচন কমিশনকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, রাজ্য পুলিশের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীও।
আরও পড়ুন- তৃণমূল সমর্থিত নির্দল বলে কিছু নেই, তাদের একটা ভোটও নয়