আদিবাসী যুবকের মুখে প্রস্রাব, গ্রেফতার অভিযুক্ত

Must read

প্রতিবেদন : ছিঃ! নরাধম বললেও কম বলা হয়। মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বিজেপি রাজ্যের কীর্তি। দুর্বল, অনগ্রসরদের প্রতি উঁচু জাতের মানুষের ধারণা কী, তা এই ঘটনাতেই প্রমাণিত।
একটি ভিডিও। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সিধি জেলার। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক মত্ত যুবক মুখে সিগারেট নিয়ে এক আদিবাসী কিশোরের মুখে প্রস্রাব করছে। ভিডিও ভাইরাল। দেশ জুড়ে সমালোচনার ঝড়। অবশেষে চাপে পড়ে বিজেপি সরকার কুখ্যাত ওই যুবককে গেরফতার করেছে। মধ্য রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি দেশে জাতপাত, বর্ণবাদের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। তৃণমূল কংগ্রেস ঘটনার ধিক্কার জানিয়ে বলেছে, এটাই প্রধানমন্ত্রীর নতুন ভারতের নমুনা! এই ঘটনায় মানবতা মুখ লুকিয়েছে, শোষণ আর নিষ্ঠুরতার ছবি প্রকাশ্যে। এই বর্বরতার নিন্দা জানানোর ভাষা নেই। বিজেপির স্লোগান আর কাজ যে বিপরীতে চলে, তা এই ঘটনায় প্রমাণিত।

আরও পড়ুন- তৃণমূল সমর্থিত নির্দল বলে কিছু নেই, তাদের একটা ভোটও নয়

Latest article