প্রতিবেদন : বাংলাদেশে পুজো ঘিরে যারা অশান্তি করেছে, তাদের খুঁজে বার করে শাস্তি দেওয়া হবে। ধর্ম যার যার, উৎসব সবার। পুজোর অধিকার সবার রয়েছে। এই মর্মে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার বহু বিশিষ্ট মানুষ সরব হয়েছেন অশান্তির বিরুদ্ধে। অভিযোগ, পরিকল্পিতভাবে বিকৃত প্রচার করে দুর্গাপুজো ঘিরে অশান্তি করেছে একটি চক্র। প্রাণহানির খবরও এসেছে। কুমিল্লার পর নোয়াখালি থেকেও উদ্বেগের খবর।
আরও পড়ুন-নিলামে তোলা হচ্ছে নেলসন ম্যান্ডেলার বিখ্যাত মাদিবা শার্ট
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘আমরা যেমন ভারতে সংখ্যালঘুদের সুরক্ষা চাই, তেমনই বাংলাদেশেও সংখ্যালঘু সুরক্ষার দাবি করি। উদ্বেগের খবর আসছে। তদন্ত করে ব্যবস্থা হোক। কেন্দ্রীয় সরকার কথা বলুন। কিন্তু বিজেপি যেন এনিয়ে সস্তা রাজনীতি না করে। তাতে হিতে বিপরীত হবে।’ এদিকে ঢাকা সূত্রে খবর, বাংলাদেশের বিরাট অংশের মানুষ এই অশান্তি চাইছেন না। তারা মুক্তকন্ঠে হামলাবাজদের নিন্দা করছেন। হাসিনা সরকারকে অস্বস্তিতে ফেলতে তাঁদের রাজনৈতিক প্রতিপক্ষ থেকে ঠান্ডা মাথায় এসব করানো হয়েছে কি না, তা নিয়েও কথা উঠেছে।