প্রতিবেদন : তিন বছর পর কলকাতা লিগে খেলছে মোহনবাগান। তবে নতুন রূপে মোহনবাগান সুপার জায়ান্ট নামে। বুধবার নৈহাটি স্টেডিয়ামে পাঠচক্রকে ৩-১ গোলে হারিয়ে লিগে অভিযান শুরু করল সবুজ-মেরুনের জুনিয়র ব্রিগেড। জুয়ান ফেরান্দোর সহকারী বাস্তব রায়ের প্রশিক্ষণাধীন মোহনবাগান সুপার জায়ান্টের যুব দলকে লিগের প্রথম ম্যাচ জিততে বেশি বেগ পেতে হয়নি। সবুজ-মেরুনের তিন গোলদাতা সুমিত রাঠি, এঙ্গসন ও টাইসন সিং।
আরও পড়ুন-মার্টিনেজকে গোল্ডেন গ্লাভস শ্রীভূমির
কলকাতা লিগ এবার বিদেশিহীন। আরও বেশি সংখ্যায় দেশীয় তথা স্থানীয় ফুটবলার তুলে আনতে মোহনবাগান এবার অনূর্ধ্ব ২৩ দল নিয়ে ঘরোয়া লিগ খেলার সিদ্ধান্ত নেয়। নৈহাটিতে প্রচণ্ড গরম ও আর্দ্রতার মধ্যেও গ্যালারি ভরিয়েছিলেন প্রচুর মোহনবাগান সমর্থক। ব্যান্ড, টিফো নিয়ে প্রিয় দলকে সমর্থন করতে মাঠমুখী হন তাঁরা। ফুটবলাররাও সমর্থকদের প্রথম ম্যাচেই দারুণ জয় উপহার দিলেন। ম্যাচের ১০ মিনিটে সুমিত রাঠির গোলে এগিয়ে যায় মোহনবাগান। পাঠচক্রের গোলকিপারের ভুলে হেডে গোল করে যান সিনিয়র দলের সুমিত। ১৯ মিনিটে ব্যবধান বাড়ায় মোহনবাগান। গোল করেন এঙ্গসন। দ্বিতীয়ার্ধে ম্যাচের শেষ লগ্নে মোহনবাগানের তৃতীয় গোলটি করেন টাইসন। সংযুক্ত সময়ে সুরজিৎ মান্ডির গোলে ব্যবধান কমায় পাঠচক্র।