সংবাদাতা, খড়দহ: ৩০ অক্টোবর রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। খড়দহ, শান্তিপুর, গোসাবা, দিনহাটায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রচার, দেওয়াল লিখন। রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করেই খড়দহে জনসংযোগে বেড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দহের বাসিন্দাদের কাছে পৌঁছে যান তিনি। বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। তাঁরাও উষ্ণ অভ্যর্থনা ফিরিয়ে দেন প্রিয় নেতাকে। উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়।
আরও পড়ুন: দুর্যোগের ভ্রুকুটি: দিঘা, সুন্দরবনে কড়া সতর্কবার্তা
খড়দহের নির্বাচন বরাবরই নজির রেখে এসেছে। নির্বাচনকে কেন্দ্র করে কখনও তৈরি হয়নি উত্তপ্ত পরিস্থিতি। খড়দহের মানুষ ভোট দিয়েছন নির্বিঘ্নে। স্বাভাবিকভাবেই এটি ঐতিহ্যের জায়গা। খড়দহ বামপন্থিদের দুর্গ ছিল। প্রথম সেখানে পরাজিত হন অসীম দাশগুপ্ত। তারপরও প্রার্থী হয়ে তিনি পরাজিত হন। প্রত্যেক কেন্দ্রেই মানুষের সমর্থণে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। ২০২১-এর বিধানসভা ভোটে প্রয়াত কাজল সিনহা জয়লাভ করেন ২৫হাজারেরও বেশি ভোটে। উপনির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায়ের টার্গেট, জয়ের মার্জিন আরও বাড়বে। দল এইবিষয়ে ঐক্যবদ্ধ, একাট্টা।
এদিকে, উপনির্বাচনকে কেন্দ্র করে খড়দহে ইতিমধ্যেই ৭ কোম্পানির কেন্দ্রীয়বাহিনী পৌঁছে গিয়েছে। চলছে রুট মার্চ। অন্যান্য কেন্দ্রগুলিতেও চলছে কেন্দ্রীয়বাহিনীর টহলদারি।