কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-কে (Brij Bhushan Sharan Singh) তলব করল দিল্লির আদালত। একইসঙ্গে তলব করা হয়েছে রেসলিং ফেডারেশনের সহকারী সম্পাদক বিনোদ তোমারকেও (Vinod Tomar)। কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনরত ছিলেন কুস্তিগির সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বিনেশ ফোগাটরা। তাদের করা অভিযোগের ভিত্তিতে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। পেশ করা হয় চার্জশিটও। আর সেই চার্জশিট গ্রহণ করেছে আদালত। তারই প্রেক্ষিতে ব্রিজভূষণ এবং বিনোদ তোমারকে সমন পাঠিয়েছে দিল্লি রাউস অ্যাভেনিউ আদালত। আগামী ১৮ জুলাই দুপুর ২.৩০ মিনিটে এই মামলার শুনানি হবে জানিয়েছে আদালত।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য দেশদ্রোহিতা নয়, বলছে কর্ণাটক হাইকোর্ট
গত ২৩ এপ্রিল থেকে ব্রিজভূষণের (Brij Bhushan Sharan Singh)বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে ধর্না শুরু করেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। তবে বার বার আবেদনের পরেও সরকার তাঁদের কথা না শোনায় গত ২৮ মে নতুন সংসদ ভবন অভিযান করেন সাক্ষীরা। সেই সময় দিল্লি পুলিশ তাঁদের জোর করে আটক করে। এই ঘটনার পরে দেশের হয়ে জেতা সব পদক হরিদ্বারে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা বলেন আন্দোলনরত কুস্তিগিরেরা। কিন্তু কৃষকনেতাদের হস্তক্ষেপে হরিদ্বারে পদক না ভাসানোর সিদ্ধান্ত নেন তাঁরা। এরপর কুস্তিগিরদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। এরপরই দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত শুরু করে চার্জশিট জমা দেয়। যদিও ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে মামলা প্রত্যাহার করার আবেদন করে দিল্লি পুলিশ। কারণ এক নাবালিকা কুস্তিগিরকেও হেনস্থার অভিযোগ উঠেছিল ব্রিজভূষণের বিরুদ্ধে। কিন্তু পরে সেই নাবালিকার বাবা হেনস্থার অভিযোগ প্রত্যাহার করেন।