বৃষ্টি বিপর্যয় পাকিস্তানে (Rain in Pakistan)। বৃষ্টির সঙ্গে বন্যা ও ধস। শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে পড়শি দেশে ৮জন শিশু সহ মৃত্যু হয়েছে ৫০জনের। জুন মাস থেকেই বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তান। পাক প্রশাসনের তরফে দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপর্যস্ত পূর্ব পাঞ্জাব প্রদেশ। যারা প্রাণ হারিয়েছেন মধ্যে সবচেয়ে বেশি মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে। বাড়ি ভেঙে বহু মানুষ মারা গিয়েছেন। খাইবার পাখতুনখাওয়ায় ধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে ৮টি শিশুর। সেখানে আরও শিশুর দেহ আটকে রয়েছে কিনা তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানের (Rain in Pakistan) জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক কর্মী জানিয়েছেন, “গত ২৫ জুন থেকে শুরু হওয়া বৃষ্টিতে পাকিস্তানে এখনও পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে বৃষ্টি বিপর্যয়ে জখম হয়েছেন ৮৭ জনেরও বেশি মানুষ।
আরও পড়ুন-জম্মু-শ্রীনগর মহাসড়কে ধস