ক্যালগারি, ৮ জুলাই : কানাডা ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে পৌঁছে গেলেন দুই ভারতীয় শাটলার পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন। দু’বারের অলিম্পিক পদকজয়ী সিন্ধুর প্রতিপক্ষ ছিলেনগাও ফেং জি। চিনা শাটলারের বিরুদ্ধে শেষ তিনটে সাক্ষাৎকারেই হেরেছিলেন সিন্ধু। যদিও এদিন আগাগোড়া দাপট দেখিয়ে ২১-১৩, ২১-৭ সরাসরি গেমে গাওকে উড়িয়ে দিয়ে শেষ চারের টিকিট আদায় করে নেন ভারতীয় শাটলার। সেমিফাইনালে সিন্ধুর প্রতিদ্বন্দ্বী জাপানের আকানে ইয়ামাগুচি।
আরও পড়ুন-রোহিত-দ্রাবিড় জুটিই কাপ জেতাতে পারে, সৌরভ ৫১, শুভেচ্ছার ঢল
এই টুর্নামেন্ট সিন্ধুর কাছে বড় পরীক্ষা। চলতি বছরে একটিও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেননি দু’বারের অলিম্পিক পদকজয়ী। এই মরশুমে সিন্ধুর সেরা পারফরম্যান্স স্প্যানিশ মাস্টার্সের ফাইনাল এবং মালয়েশিয়া মাস্টার্সের সেমিফাইনালে ওঠা। এবার তাঁর সামনে মরশুমের প্রথম ট্রফি জয়ের হাতছানি।
আরও পড়ুন-বিরোধীরাও জানালেন, হুগলিতে ভোট হল নির্বিঘ্নে, সৌজন্যের নজির তৃণমূলের
লক্ষ্য কোর্টে নেমেছিলেন বেলজিয়ামের জুলিয়েন ক্যারাগির বিরুদ্ধে। তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, ২১-৮, ১৭-২১, ২১-১০ ফলে জয় ছিনিয়ে নেন লক্ষ্য। সেমিফাইনালে লক্ষ্যের প্রতিপক্ষ বিশ্বের ১১ নম্বর জাপানের কেন্তা নিশিমোতো।