সংবাদদাতা, শিলিগুড়ি : সমতলের উল্টো চিত্র উত্তরের পাহাড়ে। ২২ বছর পর উৎসবের মেজাজে ভোট হল পাহাড়ে। অবশ্যই শান্তিতে। দার্জিলিং ও কালিম্পং জেলায় গোটা রাজ্যের সঙ্গে দ্বিস্তর পঞ্চায়েত ভোট। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নিরাপত্তায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হয়। মূলত বাইশ বছর বাদে পঞ্চায়েত ভোট হওয়ায় খুশি পাহাড়ের প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষেরা। তাই কোনওরকম হিংসা ও অশান্তিকে দূরে সরিয়ে গণতন্ত্রের উৎসবে মেতে উঠেছিল পাহাড়বাসী।
আরও পড়ুন-সেমিফাইনালে সিন্ধু ও লক্ষ্য
বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্ট ও কর্মীরা নিজেদের মধ্যে আলোচনা করে একসঙ্গেই ভোট পরিচালনা করেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম সারির কোনও নেতাকেই এদিন বুথে বুথে ঘুরে ভোট পরিচালনা করতে দেখা যায়নি। একইভাবে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি তথা জিটিএর চিফ এক্সিকিউটিভ অফিসার অনিত থাপা নিজে দলীয় কার্যালয়ে বসে গোটা জিটিএ এলাকার ভোট পরিস্থিতির উপর নজর রেখেছিলেন। তবে পাহাড়ে দীর্ঘ ২২ বছর বাদে পুনরায় যাতে পঞ্চায়েত ব্যবস্থা চালু করা যায় সেই কারণে অনিত থাপা সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে উৎসবের মেজাজে ভোটদানে অংশগ্রহণ করার বার্তা দিয়েছেন।
আরও পড়ুন-রোহিত-দ্রাবিড় জুটিই কাপ জেতাতে পারে, সৌরভ ৫১, শুভেচ্ছার ঢল
তিনি বলেছেন, আপনারা প্রত্যেকে ভোটদানে অংশগ্রহণ করুন, যাঁকে ইচ্ছা ভোট দিন কিন্তু ভোট অবশ্যই দিন। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট দেওয়ার সময়ে তার মধ্যে কেউ লাইনে দাঁড়ালে তাঁকে নির্বাচন কর্মীরা টোকেন দেবেন। তাই আপনারা প্রত্যেকে ভোটদানে অংশগ্রহণ করুন। অন্যদিকে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক এস পুণ্ন বালাম জানিয়েছেন কোথাও কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। পাহাড়ে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। বেলা তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৪২.৬১%। যা আগের তুলনায় কিছুটা কম।