সংবাদদাতা, দুর্গাপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী। সেই সৌজন্যের অনন্যসুন্দর এক দৃশ্য দেখা গেল পঞ্চায়েত নির্বাচন পর্ব চলাকালীনই। এদিন সকাল থেকেই অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ পর্ব চলছিল পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার বিভিন্ন বুথে। সকাল সকালই সস্ত্রীক ভোট দিতে আসেন স্থানীয় বিধায়ক ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর স্ত্রী অনুভা চক্রবর্তী এবারও পশ্চিম বর্ধমান জেলা পরিষদে শাসকদলের প্রার্থী হয়েছেন।
আরও পড়ুন-আরামবাগে আক্রান্ত কর্মীদের পাশে সাংসদ
এদিন ভোট দিয়ে বেরিয়ে আসার পর পাণ্ডবেশ্বরের বিধানসভার নবগ্রাম পঞ্চায়েত সমিতির সিপিএম প্রার্থী কাঞ্চন মুখোপাধ্যায়ের সঙ্গে হালকা মেজাজে বেশ কিছুক্ষণ সময় আড্ডা দিতে দেখা যায় নরেন্দ্রনাথকে। দীর্ঘদিন পর দুজনে দেখা হওয়ায় উভয়েই উষ্ণ অভিনন্দন জানান পরস্পরকে। পরে নরেন্দ্রনাথ বলেন, আমাদের রাজনীতি ও ভোট বাক্সগুলো আলাদা আলাদা হলেও দিনের শেষে আমরা প্রত্যেকেই এই বিধানসভা এলাকারই বাসিন্দা। রক্তের সম্পর্কে কেউ কারও আত্মীয় না হলেও এটাই তো আমাদের সৌভ্রাতৃত্বের চিরাচরিত পরম্পরা। আমরা চাই, সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই এই পারস্পরিক সৌভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়ে উঠুক। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই সৌজন্যে বিশ্বাস করেন।