বারবার বিপত্তি অমরনাথ যাত্রায়

Must read

প্রতিবেদন: জম্মু-কাশ্মীর প্রশাসনের দাবি, অমরনাথ যাত্রার (Amarnath Yatra) জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তার পরেও সামান্য কারণেই বারবার বন্ধ হচ্ছে অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। যাত্রা বন্ধের নির্দেশে পাহাড়ি পথের বিভিন্ন জায়গায় আটকে পড়ছেন পুণ্যর্থীরা। চরম বিপাকে পড়ছেন তাঁরা। প্রশাসনের কথায় আর ভরসা রাখতে পারছেন পর্যটকরা। শুক্র ও শনিবার দিনভর যাত্রা স্থগিত রাখা হয়। রবিবার সকালেও যাত্রা শুরুর অনুমতি দেয়নি প্রশাসন। রবিবার দুপুর থেকে আকাশ পরিষ্কার হতেই ফের যাত্রা শুরুর অনুমতি দিয়েছে প্রশাসন। তবে অনুমতি দিলেও তা কতক্ষণ স্থায়ী হবে তা নিয়ে অনেকেই ধন্ধে পড়েছেন। পর্যটকরা মনে করছেন, ফের বৃষ্টি শুরু হলে বা আবহাওয়ার অবনতি হলে যাত্রা বন্ধ রাখা হবে। বারবার যাত্রা বন্ধের নির্দেশে সবচেয়ে সমস্যায় পড়ছেন পর্যটকরা। প্রবল বৃষ্টি ও ধসের কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ থাকায় রবিবার জম্মু বেস ক্যাম্পে ৭০০ পুণ্যার্থীর একটি দল আটকে পড়ে। অন্যদিকে রামবানে আটকে ছিলেন ৬০০০ পুণ্যার্থী। পঞ্চতরণীতে আটকে পড়েন ৮০ জন পুণ্যার্থীর একটি দল। পুণ্যার্থীদের জন্য আশ্রয় শিবিরের ব্যবস্থা করা হলেও সেখানকার পরিস্থিতি নিয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকেই। তাঁদের অভিযোগ, স্বল্প পরিসর স্থানে প্রচুর মানুষকে রাখা হচ্ছে।

আরও পড়ুন- পদে থাকার যোগ্যই নন রাজ্যপাল রবি : স্ট্যালিন

Latest article