রাজ্যসভার ভোটের প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস

Must read

প্রতিবেদন : রবিবার ছুটির দিনও সরগরম রইল বিধানসভা (West Bengal Assemby-Rajya Sabha)। আসন্ন রাজ্যসভার নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের প্রস্তুতি সেরে রাখছে তৃণমূল কংগ্রেস। তাই এদিন সকাল ১১-৩০ মিঃ থেকে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও ডেপুটি চিফ হুইপ তাপস রায়ের তত্ত্বাবধানে তৃণমূল বিধায়করা প্রস্তাবক হিসেবে সই করে গেলেন। দল এখনও রাজ্যসভার জন্য প্রার্থী-তালিকা ঘোষণা করেনি। যে কোনও মুহূর্তেই ঘোষণা হবে। ১৩ জুলাই রাজ্যসভার (West Bengal Assemby-Rajya Sabha) জন্য মনোনয়নের শেষ দিন। তৃণমূল শীর্ষ নেতৃত্ব প্রার্থী ঘোষণা করলে যাতে অসুবিধা না হয় তাই এই প্রস্তুতি। নিয়মমতো একজন প্রার্থীর জন্য ১০ জন প্রস্তাবক হিসেবে সই করেন। স্বাভাবিকভাবেই একাধিক দলীয় প্রার্থীর জন্য প্রস্তাবক হিসেবে অনেক সই লাগবে। তাই পঞ্চায়েত ভোটের পরদিন রবিবার ছুটি থাকলেও বিধায়কদের আনাগোনায় সরগরম বিধানসভা।

আরও পড়ুন- পদে থাকার যোগ্যই নন রাজ্যপাল রবি : স্ট্যালিন

Latest article