সংবাদদাতা, বারাসাত: আগামী ৩০ অক্টোবর উপনির্বাচন। বিরোধী পক্ষ বিজেপিকে কোথাও দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না বামেদেরও। কিন্তু তাতেও আত্মসন্তুষ্ট নন খড়দহ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টপাধ্যায়। জোড়া নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি চলছে। সেই প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও প্রচারে ঢিলে দিতে নারাজ শোভনদেব। এলাকায় ঘুরে ঘুরে প্রচার ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। সোমবারও তাঁর সঙ্গে প্রচারে দেখা গেল তৃণমূল কংগ্রেসের আরেক বর্ষীয়ান নেতা সাংসদ সৌগত রায়কে।
আরও পড়ুন : দিদি মমতা, ভাই ফিরহাদ এটাই বাংলার সংস্কৃতি’
এদিন দু দফায় নটি পথসভা করেন তাঁরা। দুপুরে খড়দহ শহরের নবভুবন, পাকারাস্তা মোড়, শিবতলা, রাসখোলা মোড়, টিটাগড় স্টেশন সংলগ্ন রিক্সা স্টান্ডে সভা করেন। বিকেলে বিলকান্দা ১ এবং ২ এর সাহারপুর বাজার ও গুরুচন্দ্র মোড়-সহ পাটুলিয়া ৫৬ বাস স্ট্যান্ড, বন্দিপুর মোড়লপাড়া এলাকাতেও পথসভা করেন। বৃষ্টির মধ্যেও সভায় তৃণমূলকর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। জয়ের বিষয়ে নিশ্চিত তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, উন্নয়নের নিরিখে তৃণমূলকে পরাস্ত করার ক্ষমতা বিরোধীদের নেই। সৌগত রায় বিজেপির কর্মপদ্ধতি নিয়ে কঠোর সমালোচনা করেন। বলেন, ‘বিজেপি গণতন্ত্রকে ধ্বংস করছে। দেশকে বিক্রির পথে হাঁটছে। ওদেরকে নির্মূল করতে হবে।’