কলকাতার (Kolkata) গ্যালিফ স্ট্রিটের (Galiff street) হাটে খুব সীমিত সংখ্যক দোকানদারের কাছে পাওয়া গেল লঙ্কার চারা। তাও পড়ে আছে মাত্র ১-২ বান্ডিল করে। একজনের কাছে চারাগুলি খুবই ছোট। অন্য জনের চারাগুলি তুলনামূলক ভাবে বড়। দামের ফলে বিধ্বস্ত মধ্যবিত্ত এবার লঙ্কা গাছ লাগিয়ে খাওয়া শুরু করল কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন।
গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে লঙ্কার চারার চাহিদা বেড়ে গিয়েছে। ডায়মন্ড হারবারের মগরাহাট থেকে আসা এক চারা বিক্রেতা এই মর্মে জানান, গত সপ্তাহের তুলনায় এবার লঙ্কার চারা খুব দ্রুত বিক্রি হয়ে গিয়েছে। সকাল বারোটার মধ্যে সব শেষ। এমনটা হবে জানালে আরও বেশি চারা আনার কথাও বললেন তিনি। এক ডজন চারার দাম খুব একটা কম নয়। ছোট সাইজের লঙ্কার এক ডজন চারার দাম ৪০টাকা। একটু বড় সাইজের চারা ৭০ টাকা ডজন।
আরও পড়ুন-ইডেন ম্যাচ নিয়ে আজ বৈঠক
লঙ্কার দাম গত সোমবারের কলকাতা ও শহরতলীর বাজারে ছিল ৪০০ টাকা। কাঁচা সবজির বাজারে মূল্যবৃদ্ধি আটকাতে শহরের বেশ কয়েকটি বাজারে টাস্ক ফোর্স ঘুরে বেড়িয়েছে। তার পর কিছুটা হলেও কমছে। শিয়ালদহ কোলে মার্কেট ভেন্ডারস অ্যাসোসিয়েশনের সভাপতি কমল দে এই বিষয়ে জানান, ‘রাজ্যে লঙ্কা আসে কাটিহার থেকে। অনেকদিন ধরে ওই এলাকা থেকে লঙ্কা আসছিল না। কিন্তু আবার লঙ্কা আসতে শুরু করেছে। তাই আশা করা যায় ধাপে ধাপে লঙ্কার দাম কমবে।’ তবে সেই ভরসায় মধ্যবিত্ত যে আর নেই সেটা বোঝাই যাচ্ছে। বাড়িতে লঙ্কার চারা লাগিয়ে লঙ্কা খাওয়ার চিন্তাভাবনা তারা করেই ফেলেছে সেই নিয়ে সন্দেহ নেই।