গত দুই মাস ধরে দফায় দফায় উত্তপ্ত মনিপুর (Manipur)। মৃত্যুর ঘটনাও ঘটেছে অজস্র। দুই জেলার সীমানায় সেনা ও নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি সত্ত্বেও হামলার ঘটনা থামেনি। সেনাবাহিনীর তরফে জানা গিয়েছে পাহাড়ি রাস্তা দিয়ে দুষ্কৃতকারীরা এই দুই জেলায় ঢুকছে।
আরও পড়ুন-‘নির্বিঘ্নেই হচ্ছে ভোট’, বিরোধীদের নিশানা কুণাল ঘোষের
শুক্রবার রাতেও দুই জেলার সীমানার দুই ধার থেকে গোপনে দুষ্কৃতকারীরা ঢুকে পরে। সংঘর্ষের ঘটনা চলছে নিরন্তর। বেশ কিছু বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়। শুক্রবার রাতে পুলিশ কন্ট্রোলরুম থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বেশ কিছু জায়গায় নতুন করে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিছু জায়গায় গুলি চলার ঘটনা দেখা গিয়েছে। ইম্ফলের পূর্ব ও পশ্চিম, চূড়াচাঁদপুর, বিষ্ণুপুর, কাকচিং জেলায় অভিযান চালিয়ে দুষ্কৃতকারী ও জঙ্গিদের ১৮টি বাংকার নষ্ট করেছে যৌথ বাহিনী। এই অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা রাজ্য। বিজেপি শাসিত রাজ্য বলেই বিরোধীদের পাশে দাঁড়াতে দেওয়া হয়নি বলেই বার বার অভিযোগ করা হয়েছে। এমনকি এটাও বলা হয়েছে সত্যতা জানানো হচ্ছে না। গণতান্ত্রিক দেশে সত্য গোপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি সরকার।
আরও পড়ুন-লঙ্কার দাম কমাতে উদগ্রীব মধ্যবিত্ত, গ্যালিফ স্ট্রিটের হাটে চারার চাহিদা তুঙ্গে
সংসদ সদস্যদের মধ্যে একটি চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিনিধিদল মনিপুর যাবে বলে সিদ্ধান্ত হয়েছে। এদিন টুইট করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জানায়, সংসদ সদস্যদের মধ্যে একটি চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিনিধিদল মনিপুর পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে। ১৪ জুলাই মণিপুর সফর করবেন ডেরেক ও ব্রায়ান, কাকলি ঘোষ ধস্তিদার, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন চার প্রতিনিধির সঙ্গে যোগ দিচ্ছেন সুস্মিতা দেব। ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাবেন তারা এবং একটি ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যের পাশে থাকবেন। গত তিন মাস ধরে গোটা রাজ্যকে উপেক্ষা করেছে ‘ডবল ইঞ্জিন’ বিজেপি সরকার।
A four member fact-finding delegation of MPs from @AITCofficial will visit Manipur on July 14. Members of Parliament @derekobrienmp @KBanerjee_aitc @kakoligdastidar @Dolasen7 will reach out to those affected and provide some healing comfort for a ‘DOUBLE ENGINE’ State that the…
— All India Trinamool Congress (@AITCofficial) July 10, 2023
Manipur visit by @Aitcofficial delegation. 5 member delegation. includes @sushmitadevAITC
— All India Trinamool Congress (@AITCofficial) July 10, 2023