প্রতিবেদন : আজ গণনা (panchayat election-counting), হার নিশ্চিত জেনেই বুথে বুথে গন্ডগোল করতে পারে বিজেপি। সতর্ক থাকুন। দলের এজেন্ট-সহ সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকরা সতর্ক থাকুন, বার্তা দলের শীর্ষ নেতৃত্বের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে, ভোটের দিনের মতো ভোট গণনার সময়ও ব্যাপক গন্ডগোল-ভাঙচুর-অশান্তি-আগুন জ্বালিয়ে গণনা প্রক্রিয়াকে বানচালের চেষ্টা করবে বিজেপি-সিপিএম-কংগ্রেস ও তাদের সহযোগীরা। তাই : ১. দলের এজেন্টদের গণনা (panchayat election-counting) কেন্দ্রের ভিতর টেবিল আগলে রাখতে হবে। কোনও অবস্থাতেই এক্ষেত্রে যেন শিথিলতা না আসে।
২. বিজেপি-সিপিএম ব্যালট বাক্স লুঠ করতে পারে। গণনা কেন্দ্রে হামলা চালাতে পারে। সতর্ক থাকুন। চোখ-কান খোলা রাখুন।
৩. ভোটের আগে গদ্দাররা ব্যালট পুকুরে ফেলার কথা বলেছিল। ভোটের দিন কয়েকটি জায়গায় সে-দৃশ্য দেখাও গিয়েছে। ফলে এদিন যেন তা করতে না পারে।
৪. তৃণমূলের নেতা-কর্মীদের মনে রাখতে হবে, গণনা কেন্দ্রে কোনওরকম আপত্তিকর কাজ যেন না হয়। গণনা কেন্দ্রে শান্তিপূর্ণ আবহাওয়া বজায় রাখতে হবে।
৫. এজেন্টরা সঠিক সময়ে গণনা কেন্দ্রে ঢুকুন। তিনটি স্তরের গণনা আলাদা ভাবে হবে। সবশেষে হবে জেলা পরিষদের গণনা। ফলে ধৈর্য ধরে পুরো গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়বেন না।
৬. গণনা কেন্দ্রে কোনও গন্ডগোল হলে নেতৃত্বকে জানান।
৭. মনে রাখবেন মানুষ আমাদের ভোট দিয়েছে। তাই বিরোধীরা নানা চক্রান্ত-ষড়যন্ত্র করে গণনায় সমস্যা তৈরি করতে পারে। গণনা বাতিল করার পরিস্থিতি তৈরি করতে পারে। কিছুতেই বিরোধীদের কোনও প্ররোচনায় পা দেবেন না। মাথা ঠান্ডা রেখে নিজের কাজ করুন।
গোটা পঞ্চায়েত ভোটপর্বে নিজেদের নিশ্চিত হারের থেকে নজর ঘোরাতে নানা ফন্দি-ফিকির, অশান্তি, মৃত্যু ঘটিয়েছে বিজেপি-সিপিএম-কংগ্রেস। অনেক মায়ের কোল খালি করেছে। গণনার দিন তার পুনরাবৃত্তি যেন কোনওভাবেই না হয়।
আরও পড়ুন- কাল মনোনয়ন পেশ প্রার্থীদের