প্রতিবেদন : আসন্ন একদিনের বিশ্বকাপের (ODI World Cup) পাঁচটি ম্যাচের আসর বসবে ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। এই পাঁচ ম্যাচের টিকিটের দাম সোমবার জানিয়ে দিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এই পাঁচ ম্যাচের জন্য আলাদা আলাদা টিকিটের দাম ধার্য করা হয়েছে। সাধারণ ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচের টিকিটের দাম সবথেকে কম। ইডেনের আপর টিয়ারে বসে খেলা দেখার জন্য দিতে হবে ৬৫০ টাকা। ‘ডি’ ও ‘এইচ’ ব্লকের টিকিটের দাম ১ হাজার। ‘বি’, ‘সি’, ‘কে’ ও ‘এল’ ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে দেড় হাজার টাকা।
প্রত্যাশিত ভাবে সবথেকে বেশি টিকিটের (ODI World Cup) দাম রাখা হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ এবং সেমিফাইনাল ম্যাচের। এই দুই ম্যাচের আপার টিয়ারের টিকিটের দাম ৯০০ টাকা। ‘ডি’ এবং ‘এইচ’ ব্লকের টিকিটের দাম দেড় হাজার। ‘সি’ ও ‘কে’ ব্লকের টিকিট আড়াই হাজার টাকা। ‘বি’ ও ‘এল’ ব্লকের টিকিটের দাম তিন হাজার টাকা।
বাকি দুটি ম্যাচ, অর্থাৎ পাকিস্তান বনাম ইংল্যান্ড ও পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের দাম এক রাখা হয়েছে। অপার টিয়ার ৮০০ টাকা। ‘ডি’ ও ‘এইচ’ ব্লক ১২০০ টাকা। ‘সি’ ও ‘কে’ ব্লক ২০০০ টাকা। ‘বি’ ও ‘এল’ ব্লকের টিকিটের দাম ২২০০ টাকা।