সকালে স্কুলবাসের (Bus Accident) সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৬জনের। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ছ’জনের। তাঁদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। গাড়ির দরজা কেটে বের করতে হয়েছেন দেহ।
এদিন গাজিয়াবাদে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে ঘটে দুর্ঘটনাটি (Bus Accident)। অভিযোগ, স্কুলবাসটি ভুল দিকের রাস্তা দিয়ে আসছিল। ফাঁকা রাস্তায় গাড়িটির গতিও ছিল অনেক বেশি। সেই কারণেই বাসের সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। গাড়িতেই ছিলেন আট জন। তাঁদের মধ্যে ছ’জনের মৃত্যু হয়েছে। তবে স্কুলবাসটি ফাঁকা থাকায় দুর্ঘটনায় স্কুল পড়ুয়ার মৃত্যুর খবর মেলেনি। ফাঁকা বাসটিকে নিয়ে উলটো পথেই এগোচ্ছিলেন চালক। পুলিশ জানিয়েছেন, গাজিপুর থেকে জ্বালানি ভরে উল্টো দিক দিয়ে আসছিল স্কুলবাসটি। গাড়িটি মিরাটের দিক দিয়ে গুরুগ্রামের দিকে যাচ্ছিল। দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ছ’জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। দু’জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় স্কুলবাসের চালককে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: বিদ্রোহের পর পুতিনের সঙ্গে কথা প্রিগোজিনের