নয়াদিল্লি, ১১ জুলাই : চাপ বাড়ছে ব্রিজভূষণ শরণ সিংয়ের। যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত ভারতীয় কুস্তি ফেডারশনের সভাপতির বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে দিল্লি পুলিশ। চার্জশিটে দাবি করা হয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ জমা পড়েছে পুলিশের হাতে। ফলে কোনও মতেই শাস্তির হাত থেকে তিনি ছাড়া পাবেন না। আর সেই শাস্তি হতে পারে পাঁচ বছরের কারাদণ্ড।
আরও পড়ুন-ট্রায়ালে প্রথম, এশিয়াডে দীপা
চার্জশিটে ব্রিজভূষণের বিরুদ্ধে দায়ের করা ছটি মামলার মধ্যে রয়েছে মহিলাদের শ্লীলতাহানি, যৌন হেনস্থা, পিছু ধাওয়া করা, ভীতি প্রদর্শনের মতো গুরুতর অপরাধ। দোষী সাব্যস্ত হলে, এই অভিযোগগুলির জন্য পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ১০৮ জন সাক্ষীকে জড়িত করে তদন্তের ভিত্তিতে চার্জশিট তৈরি করা হয়েছে। এর মধ্যে কুস্তিগির, কোচ এবং রেফারি-সহ ১৫ জন বিজেপি সাংসদের বিরুদ্ধে করা অভিযোগকে সমর্থন করেছেন। দিল্লি পুলিশের দাবি, ব্রিজভূষণের শাস্তি শুধুই সময়ের অপেক্ষা।