সংবাদদাতা, জলপাইগুড়ি : উন্নয়নের ফল। দাঁত ফোটাতে পারল না বিজেপি। লক্ষ্মীপাড়া চা-বাগানে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বুথেই বিজেপির প্রার্থী হেরে গেলেন। পাশাপাশি বানারহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে তৃণমূল। গ্রাম পঞ্চায়েতের ২৫টি আসনের মধ্যে ২১টি তৃণমূলের দখলে, ৩টি বিজেপি ও ১ জাতীয় কংগ্রেসের দখলে।
আরও পড়ুন-আগামী উন্নয়নের প্রতীক একঝাঁক তরুণ মুখ
ডুয়ার্সের রাজনীতিতে অঙ্গাঙ্গী ভাবে জড়িত চা-বাগান। কাজেই চা-বাগানের ভোট এবার কোনদিকে যাবে সেটা নিয়ে বড় প্রশ্ন ছিল। শুধুমাত্র বানারহাট নয়, ডুয়ার্সের বিস্তীর্ণ চা-বলয়ে তৃণমূলের জয়জয়কার। চা-বলয়ের মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মূল কারণ হল, কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিথ্যচার। চা-শ্রমিকদের প্রতিশ্রুতি দিয়ে তাদের জন্য কোনও কাজ না করা, চা-শ্রমিকদের জন্য ১০০ কোটি টাকার প্রকল্প করার কথা বলে ভোট নিয়ে পালিয়ে যাওয়া।