কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মত ভোট পরবর্তী সময়ে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা করতে আজ, বৃহস্পতিবার নবান্নে (Nabanna) এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (Harikrishna Dwivedi) পৌরহিত্যে ওই বৈঠকে স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি ও কেন্দ্রীয় বাহিনীর ফোর্স কো-অর্ডিনেটর ওই বৈঠকে উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিবকে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচনী আচরণ বিধি উঠে যাওয়ার বিষয়বস্তু। অর্থাৎ গতকাল সন্ধের পর থেকেই আইনশৃঙ্খলা রাজ্যের অধীনে চলে এসেছে। সেক্ষেত্রে এবার কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় মোতায়েন করতে হলে রাজ্যের সঙ্গে আলোচনা করতে হবে সিআরপিএফ ও বিএসএফকে। আর তার জন্যই এদিন নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে এই বৈঠক হয়েছে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।
বুধবার বিকেলে ভবানী ভবনে রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে বৈঠক করেন সিআরপিএফ ও বিএসএফের (CRPF- BSF) উচ্চপদস্থ আধিকারিকরা। তারপর বৃহস্পতিবার নবান্নে হয় উচ্চ পর্যায়ের বৈঠক। মূলত হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েই এই বৈঠক হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন- বৃষ্টি-বন্যায় বিধ্বস্ত হিমাচল প্রদেশ: তুষারধসে আটকে একাধিক পর্যটক, মৃত বহু