বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে: জলবন্দি হাজার হাজার মানুষ, জারি সতর্কতা

Must read

বৃষ্টিতে জেরবার উত্তরবঙ্গ (North Bengal- Flood)। বিধ্বস্ত একাধিক জেলা। জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় জলঢাকা এবং তিস্তা নদীর জল বিপদসীমা ছুঁয়ে বইছে। প্রায় দশহাজার মানুষ জলবন্দি হয়ে পড়েছেন আলিপুরদুয়ারে। এহেন পরিস্থিতিতে লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। মৌসম ভবন সূত্রে খবর, আগামী দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড় এবং সমতলে।

একনাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন জলপাইগুড়ি, কোচবিহার। বিপর্যস্ত জনজীবন। লাগাতার বৃষ্টিতে কোচবিহারের নদীগুলিতে হু হু করে বাড়ছে জল। একাধিক নদীতে জারি হলুদ ও লাল সতর্কতা। উত্তরবঙ্গ (North Bengal- Flood)  বৃষ্টিতে ভাসলেও এখনও সেই পরিস্থিতি নেই দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন: শ্রদ্ধা দিবস: ২১ জুলাইয়ের আগে প্রথা মেনে খুঁটি পুজো তৃণমূল কংগ্রেসের

রাতভর বৃষ্টিতে জল বেড়েছে তিস্তা, করলা, জলঢাকা নদীতেও। বন্যার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়িতে ১৩২.৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। তোর্সা, মানসাই নদীতে হলুদ সতর্কতা ও তিস্তায় জারি হয়েছে লাল সতর্কতা। রাতভর বৃষ্টির জেরে শিলিগুড়ির বিভিন্ন জায়গাও জলমগ্ন। শিলিগুড়ির ফুলেশ্বরী, বাবুপাড়ার রাস্তায় হাঁটুজল। অন্যদিকে ফুলবাড়িরও বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। শুক্রবার পর্যন্ত জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Latest article