প্রতিবেদন : ২০ জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন (monsoon session)। এই অধিবেশনে (monsoon session) পেশ করার বিষয়ে তিনটি বিলে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তারমধ্যে রয়েছে জন বিশ্বাস বিল, আইআইএম সংশোধনী বিল এবং খনি সংক্রান্ত একটি বিল। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই তিনটি বিলে সম্মতি মিলেছে। এছাড়াও বন সংরক্ষণ বিলটিও আসন্ন বাদল অধিবেশনেই আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই যৌথ সংসদীয় কমিটি বন সংরক্ষণ বিলটি নিয়ে রিপোর্ট তৈরি করেছে ।
উল্লেখ্য, আসন্ন বিলগুলির মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে বন সংরক্ষণ সংশোধনী বিল নিয়ে। গত মার্চে বিলটি লোকসভায় পেশ করা হয়েছিল। পরে তা বিস্তারিত আলোচনার জন্য পাঠানো হয় সিলেক্ট কমিটিতে। যেভাবে মোদি সরকার বিলটি পাশ করাতে চাইছে তার সমালোচনা করেছেন প্রাক্তন আমলারা। বিলটি সিলেক্ট কমিটিতে না পাঠিয়ে প্রথমে বিজ্ঞান, প্রযুক্তি, বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো উচিত বলে আমলারা সরকারকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন। কারণ, সিলেক্ট কমিটিতে একজন ছাড়া বাকি সব সদস্যই শাসকদলের। স্বাভাবিকভাবেই তাঁরা শাসকদলের হয়েই কথা বলবেন। মোট ১০৫ জন প্রাক্তন আইএএস, আইপিএস, আইএফএস অফিসার সই করেছেন ওই চিঠিতে।
এবারের বাদল অধিবেশনে আসতে চলেছে আইআইএম সংশোধনী বিল। এর মাধ্যমে ২১ তম আইআইএমটি গড়ে তোলা হবে মুম্বইয়ে। রয়েছে জন বিশ্বাস বিল। এই বিলে বিভিন্ন ছোটখাটো অপরাধের ক্ষেত্রে শাস্তি প্রদান তুলে দেওয়ার কথা বলা হয়েছে। সাধারণ মানুষের জীবনধারণের পথ সহজ ও মসৃণ করতে এই বিলটির প্রয়োজনীয়তা রয়েছে বলে দাবি কেন্দ্রের মোদি সরকারের। পোস্ট অফিস আইন ১৮৯৮-এর আওতায় থাকা সমস্ত অপরাধ তুলে দেওয়া হবে জন বিশ্বাস বিলে। ইতিমধ্যেই বিলটি খতিয়ে দেখে নতুন সংশোধনীতে অনুমোদন দেওয়া হয়েছে। আলোচনা চলছে তথ্য সুরক্ষা বিলটি নিয়েও।
বাদল অধিবেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিলের দিকে সকলের নজর রয়েছে সেটি হল দিল্লি অর্ডিন্যান্স বিল। বিজেপি সূত্রের খবর, অভিন্ন দেওয়ানি বিধি বিলটিও আনার প্রস্তুতি শুরু করেছে মোদি সরকার। সংসদের উভয় কক্ষে আলোচনার পর বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হতে পারে বলে সূত্রের খবর।
আরও পড়ুন- প্রবল বৃষ্টিতে ধস সেবকে, প্রশাসনের তৎপরতায় স্বাভাবিক রাস্তা