প্রতিবেদন : চিনের অস্বস্তি বাড়িয়ে ফের ভারতের পাশে দাঁড়াল আমেরিকা। অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে (US Senate- Arunachal Pradesh) একটি প্রস্তাব পাশ হয়েছে। জো বাইডেন সরকারের এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিবিদরা।
গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের আগে বিশ্বের ভূকৌশলগত অবস্থানের কথা উল্লেখ করে চিনকে কড়া বার্তা দিয়েছিল বাইডেন সরকার। লাদাখ ও অরুণাচলে (US Senate- Arunachal Pradesh) লাল ফৌজের আগ্রাসন এবং ইউক্রেন দখলের জন্য রাশিয়ার হামলাকে একই আসনে বসিয়েছিল ওয়াশিংটন। বাইডেন প্রশাসন তার আচরণে দিল্লিকে বুঝিয়ে দিয়েছিল যে, আমেরিকা ভারতের পাশেই রয়েছে। এরই মধ্যে সেনেট কমিটিতে নতুন প্রস্তাব পাশ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কুটনৈতিক মহল। বৃহস্পতিবার সেনেটর জেফ মার্কলে, বিল হ্যাগারটি, টিম কেইন এবং ক্রিস ভ্যান হোলেন সেনেটে একটি প্রস্তাব পেশ করেন। ওই প্রস্তাবে বলা হয়েছে, আমেরিকা সর্বতোভাবে নিশ্চিত যে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কমিউনিস্ট চিন ওই ভারতীয় প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বারবার শান্তি বিঘ্নিত করতে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে। বেজিংয়ের এই আচরণের তীব্র নিন্দা করছে আমেরিকা। ওই প্রস্তাবে অভিযোগ করা হয়েছে, অরুণাচলের একাংশ লাল ফৌজ জবরদখল করে রয়েছে। লাদাখের মতোই অরুণাচলের কিছু এলাকা ঘিরেও নয়াদিল্লি এবং বেজিংয়ের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। গত কয়েক বছরে একাধিকবার লাদাখের গালওয়ান উপত্যকা এবং অরুণাচলের তাওয়াংয়ে দুই সেনার সংঘাতের আবহ তৈরি হয়েছে।