সংবাদদাতা, হাওড়া : আজ শনিবার ও কাল রবিবার শিয়ালদহ ও হাওড়া শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল থাকছে। ফলে ওই দু’দিন যাত্রীদের দুর্ভোগে পড়ার আশঙ্কা রয়েছে। শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের একাধিক শাখায় লাইন ও সিগন্যালে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ফলে হাওড়া ও শিয়ালদহের বিভিন্ন শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, কাটোয়া-আজিমগঞ্জ শাখায় দু’দিন বাতিল থাকবে একাধিক ট্রেন।
আরও পড়ুন-বন্যা বিধ্বস্ত পঞ্জাবে খাবার, ওষুধ বিতরণ করলেন বলি অভিনেতা
এর মধ্যে শনিবার হাওড়া থেকে আপে ৭টি লোকাল, বর্ধমান থেকে ডাউনে ৬টি লোকাল, শিয়ালদহ-ডানকুনি শাখায় আপ ও ডাউনে ৩টি লোকাল, কাটোয়া থেকে ৭টি ও আজিমগঞ্জ থেকে ৫টি লোকাল বাতিল করা হয়েছে। রবিবার হাওড়া থেকে আপে ১২টি ও বর্ধমান থেকে ডাউনে ৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। চন্দনপুর থেকে ডাউনে ২টি ও শিয়ালদহ-ডানকুনি শাখায় আপ ও ডাউনে ৪টি করে লোকাল ট্রেন বাতিল থাকছে। হাওড়া ডিভিশনের পাশাপাশি শিয়ালদহ ডিভিশনেও এই দুদিন একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। অনেক ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
আরও পড়ুন-সাগরে ঘূর্ণাবর্ত, নিম্নচাপের সম্ভবনা, দক্ষিণবঙ্গে কি বৃষ্টি?
দমদম স্টেশনের কাছে আপ মেন লাইনে রক্ষণাবেক্ষণের কাজের কারণে শনিবার রাত সাড়ে ৯টা থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে। এর জেরে শনিবার শিয়ালদহ-বনগাঁ শাখায় ৪টি লোকাল ট্রেন বাতিল থাকবে। রবিবার শিয়ালদহ বনগাঁ শাখায় ৬টি, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-দত্তপুকুর ও শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ৪টি করে, শিয়ালদহ-ডানকুনি শাখায় ৬টি ও শিয়ালদহ-বারাসাত শাখায় একজোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। এরই সঙ্গে কল্যাণীতে সিগন্যালের কাজে জন্য রবিবার শিয়ালদহ-শান্তিপুর শাখায় দুটি লোকাল ট্রেন ও নৈহাটি শাখায় একটি লোকাল ট্রেন বাতিল থাকবে।