পঞ্চায়েত ভোট (Panchayat election) শেষ। কিন্তু ভোট পরবর্তী হিংসা অব্যাহত। ভাঙড়-ক্যানিং-বিষ্ণুপুর-বাসন্তী প্রথম থেকেই হিংসার আঁতুড়ঘর হয়ে উঠেছে। ভোট মিটলেও অশান্তি চলছেই এই জেলায়। ভাঙড় ও বিষ্ণুপুরেও দু’জনের তৃণমূল কর্মীর মৃত্যু (TMC Workers Death) হয়েছে।
পঞ্চায়েত নির্বাচনের আগের রাতে বাড়ি ফেরার সময় ভাঙড়ের কাঁঠালিয়ায় এক তৃণমূল (TMC) কর্মীর ওপর হামলা হয়। সেই থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেখ মোসলেম নামে ওই তৃণমূল কর্মীর আজ, শনিবার সকালে সেখানেই মৃত্যু হয় ।
আরও পড়ুন-Kuno national park: ব্যবস্থাপনার অভাবে কুনো ন্যাশনাল পার্কে চার মাসে অষ্টম চিতার মৃত্যু
এই অবস্থায় মোসলেমের স্ত্রী কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তিনি নিজের অভিযোগে জানান, ৭ জুলাই রাতে তাঁর স্বামী যখন বাড়ি ফিরছিলেন, তখন তাঁর রাস্তা আটকায় বেশ কয়েকজন দুষ্কৃতী। তারপর তাকে লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কোন মতেই শেষ রক্ষা হল না। আজ শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। স্থানীয় তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে।