প্রতিবেদন : পেলে ম্যাচে সবুজ-মেরুন জার্সিতে যে ক’জন বাঙালি ফুটবলার দর্শনীয় ফুটবল খেলে শিরোনামে এসেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম গৌতম সরকার (Gautam Sarkar)। যিনি ময়দানে বাংলার বেকেনবাওয়ার নামে পরিচিত। ঐতিহাসিক পেলে ম্যাচের ৪৬ বছর পর মাঝমাঠের সেই দাপুটে ফুটবলার গৌতম (Gautam Sarkar) এবার মোহনবাগানরত্ন সম্মান পাচ্ছেন। এই বছর জীবনকৃতী সম্মান পাচ্ছেন ক্লাবের ফুটবলার ও কোচ হিসেবে অবদান রাখা শঙ্কর বন্দ্যোপাধ্যায়।
এবার মোহনবাগান দিবস দু’দিন ধরে পালিত হবে। কারণ, ২৯ জুলাই মোহনবাগান দিবসে মহরম। ফলে ওই দিন ক্লাব মাঠে প্রাক্তনদের ম্যাচ হবে এবং মোহনবাগানের ঘরের ছেলে তথা প্রাক্তন ফুটবলার ও কোচ সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী ‘ষোলো আনা বাবলু’ প্রকাশিত হবে। মোহনবাগানরত্ন প্রদান-সহ বাকি সমস্ত কর্মসূচি পালিত হবে পরের দিন ৩০ জুলাই। শনিবার পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে ছিল ক্লাবের কর্মসমিতির বৈঠক। ক্লাবের ইতিহাসে এই প্রথমবার কলকাতার বাইরে হল কর্মসমিতির সভা। সেখানেই মোহনবাগান দিবস নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়াও এই বছর বর্ষসেরা ফুটবলারের সম্মান পাচ্ছেন গোলকিপার বিশাল কাইথ। সেরা ফরোয়ার্ডের পুরস্কার পাচ্ছেন দিমিত্রি পেত্রাতোস। সেরা ক্রিকেটারের সম্মান পাচ্ছেন অর্ণব নন্দী। সেরা ক্রীড়া সাংবাদিকের সম্মান পাচ্ছেন জয়ন্ত চক্রবর্তীকে। এদিন মন্দারমণিতে বৈঠকের পর পি সেন ট্রফি জয়ী ক্লাবের ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হয়।
আরও পড়ুন- গিনেসে রোনাল্ডো