প্রতিবেদন : রাজ্যের ঘাড়ের উপর থেকে নিম্নচাপের ফাঁড়া কাটছে না। একদিকে উত্তর তেলেঙ্গানার উপরে তৈরি হওয়া নিম্নচাপের পাশাপাশি দখিনা পুবালি বাতাস, দু’য়ের জেরে টানা বৃষ্টিতে নাকাল রাজ্যের একাধিক জেলা। এই অবস্থায় ফের নতুন করে বিপদ-বার্তা শোনাল হাওয়া অফিস। মধ্যপ্রদেশেও একটি নিম্নচাপ রয়েছে। একই সঙ্গে রাজ্যের উপর আরও একটি নিম্নচাপ রয়েছে। ফলে প্রবল বৃষ্টির সম্ভাবনা আরও জোরালো এ রাজ্যে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টি দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন-করোনা নিয়ে সতর্ক রাজ্য, খুলছে স্বাস্থ্যকেন্দ্র
একই সঙ্গে উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে বুধবার অর্থাৎ লক্ষ্মীপুজোর দিনও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের সব জেলাতে।
দক্ষিণবঙ্গে বুধবারও বৃষ্টি হতে পারে। সেদিন থেকে বীরভূম ও মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। একই সঙ্গে অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। অপর একটি নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা উপকূল হয়ে ঢুকেছিল। যা এখন মধ্যপ্রদেশের উপর রয়েছে। তার জেরেই রবিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। এরই মধ্যে আবার আরও একটা নিম্নচাপ তৈরি হয়েছে বাংলার উপর। সেই নিম্নচাপ এই মুহূর্তে ওড়িশা সীমান্তে অবস্থান করছে। সেখান থেকে দখিনা পুবালি বাতাস প্রবল গতিতে রাজ্যে ঢুকছে। ফলে বাড়ছে বৃষ্টি। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা, লাগোয়া রাজ্য ওড়িশা এবং ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টি হবে।
আরও পড়ুন-উৎসব শেষ, ফের টিকা দেওয়া শুরু কলকাতা পুরসভার
সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে জারি ছিল অতিবৃষ্টির কমলা সতর্কতা। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কলকাতায় হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বুধবার থেকে একই সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।