সংবাদদাতা, হাওড়া : হাওড়া সদর যুব তৃণমূলের উদ্যোগে ২১ জুলাইয়ের সমাবেশের প্রচারের ট্যাবলোর সূচনা হল। শনিবার সুসজ্জিত ট্যাবলোটির উদ্বোধন করেন রাজ্য যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। ছিলেন সাংসদ ডাঃ শান্তনু সেন, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়, বিবেক গুপ্ত, সীতানাথ ঘোষ, গুলশান মল্লিক, হাওড়া সদর যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র-সহ দলের অনেকে।
আরও পড়ুন-দিঘা-তমলুক রেলপথে দশফুট গভীর ধস, আতঙ্ক
হাওড়া সদরের প্রতিটি ব্লকেই ২১ জুলাইয়ের সমাবেশের প্রচারে ঘুরবে এই ট্যাবলোটি। উদ্বোধনের পর সায়নী ঘোষ বলেন, ‘‘২১ জুলাইয়ের সমাবেশে যুব সম্প্রদায়ের উপস্থিতি থাকবে সর্বাধিক। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে যুব সমাজের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একুশের সমাবেশকে ঘিরেও তাঁদের উৎসাহ তুঙ্গে। সর্বত্রই জোরকদমে প্রস্তুতি চলছে। এই ট্যাবলোটি হাওড়া সদরের ৮টি ব্লকের সবক’টিতেই ২১ জুলাই ধর্মতলার শহিদ সমাবেশের প্রচার চালাবে।“